নিজস্ব প্রতিবেদক :
বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৯তম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠেই নামতে পারেননি ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের খেলোয়াড়রা। স্টেডিয়ামে গেলেও ড্রেসিং রুমে বসে কেবল বৃষ্টি উপভোগ করেছে তারা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। ফলে এখন ৭ ম্যাচে বরিশালের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯। এতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করলো তারা। অন্যদিকে, ৬ ম্যাচে সিলেটের পয়েন্ট বেড়ে হয়েছে ৩। তবে পয়েন্ট টেবিলের তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তলানিতেই রয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ২০তম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকা।

আরও পড়ুন
নেপালকে উড়িয়ে সেমির দোরগোড়ায় বাংলাদেশ
বাংলাদেশের প্রকৃত নায়ক আমাদের মুক্তিযোদ্ধারা—ফেসবুক পোস্টে তানজিম সাকিব
কলকাতায় যাচ্ছেন মেসি, শহরজুড়ে উৎসবের আমেজ