খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়িতে ইউনাইটেড পিপলস ডেমেক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সংগঠনটির চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে সেনাবাহিনী।
শনিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের একদল সেনা সদস্য এ অভিযান চালায়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান বলেন, তারা ইউপিডিএফের চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেন।
তিনি বলেন, ইউপিডিএফ সদস্যরা সেখানে অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মানুষকে হয়রানি ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ করে আসছিল।
এ সময় ইউপিডিএফ ও সেনা সদস্যদের মাঝে গুলি বিনিময় হয় বলেও দাবি করেন এই সেনা কর্মকর্তা।
প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেনা সদস্যরা তাদের প্রশিক্ষণ সরঞ্জাম ও নথি জব্দ করেছে বলেও জানান তিনি।
—ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো