January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:27 pm

পর্নোগ্রাফি মামলায় জামিন পেলেন শার্লিন

অনলাইন ডেস্ক :

গেল বছর শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে পর্নোগ্রাফি মামলায় জড়িয়ে পড়েন মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া ও পুনম পান্ডে। পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন দেয়। এরপরই আগাম জামিন পেতে উচ্চ আদালতে আবেদন করেন তারা। আগে আগাম জামিন পেয়েছিলেন পুনম ও রাজ। এবার পেলেন শার্লিন। শুক্রবার বম্বে হাইকোর্টের বিচারক বিনীত সরণ ও অনিরুদ্ধ বসুর বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী শার্লিনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শার্লিনের আইনজীবী সুনীল ফড়নবিশ বলেন, ‘এই মামলায় অন্য অভিযুক্তদের গ্রেফতারির ব্যাপারে একই রক্ষাকবচ দেওয়া হয়েছে। ’ ২০১২ সালে প্রথম ভারতীয় হিসেবে ‘প্লেবয়’ ম্যাগাজিনে নগ্ন পোজ দিয়ে আলোচিত হন শার্লিন। এরপর তাকে দেখা যায় এমটিভির জনপ্রিয় ‘স্পিটসভিলা’ শোতে। ‘কামসূত্র থ্রিডি’, ‘মায়া’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেন তিনি। সূত্র : এনডিটিভি