অনলাইন ডেস্ক :
এবার অভিনয়ে হুমায়ূন আহমেদের তৃতীয় প্রজন্ম। প্রথমবার পর্দায় দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিকের কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরাকে। স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মশারি’তে দেখা যাবে তাকে। ছবির পরিচারক হুমায়ূনের ছেলে, অনোরার মামা নুহাশ হুমায়ূন। তিন বছর আগে শুটিং হলেও এতোদিন খবরটি গোপন রেখেছেন তারা। ১৩ মার্চ ‘মশারি’ দেখানো হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। ছবিতে আরো আছেন ‘ন ডারাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
নুহাশ জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এমন পটভূমিতে দুই বোনের গল্প উঠে আসবে ছবিতে। ভৌতিক ঘরানার ছবিতে দেখা যাবে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সবশেষ দুজন বেঁচে আছে। তারা বুঝতে পারে রক্তপিপাসু পোকা থেকে তদের বাঁচাতে পারে কেবল মশারি। ছবির প্রযোজক বুশরা আফরিন ও নুহাশ।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!