অনলাইন ডেস্ক :
রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি সেন্সর বোর্ডের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিল আগেই। এবার চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রটি সেন্সরশিপ আইনের ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায় তা নাকচ করা হলো। আপিল আবেদন নাকচের কারণে চলচ্চিত্রটি সনদপত্রহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!