অনলাইন ডেস্ক :
গেল নভেম্বরেই র্যাপার ট্রেভিস স্কটের কনসার্টে হুড়াহুড়িতে মারা যায় আটজন। বিলি আইলিশের কনসার্টেও হতে পারত একই ঘটনা। গায়িকার উপস্থিত বুদ্ধিতে সেটা হয়নি। ঘটনা ৫ ফেব্রুয়ারির। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় চলছিল গ্র্যামিজয়ী গায়িকার কনসার্ট। কভিড-বিরতির পর প্রিয় গায়িকাকে পেয়ে মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। এর মধ্যে কনসার্ট দেখতে আসা এক ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দূর থেকেই বোঝা যাচ্ছিল তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। গান থামিয়ে বিলি বলেন, ‘আপনার কি ইনহেলার প্রয়োজন? কারো কাছে কি আছে? একটা ইনহেলার কি ব্যবস্থা করা সম্ভব?’ কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা টিম দ্রুতই ইনহেলার দেয় সেই অসুস্থ ভক্তকে। এরপর ফের কনসার্ট শুরুর তাড়া দেন অনেক ভক্ত। কিন্তু সম্ভবত স্কটের সেই কনসার্টের কথা মনে করে ২০ বছর বয়সী গায়িকা বলেন, ‘কেউ ভিড় করবেন না। আপনি কি ঠিক আছেন? আপনার কি আরেকটু সময় দরকার? আগে সব ঠিক হোক, এরপর শুরু হবে। ’ পরে সেই ভক্ত বলেন, তিনি পুরোপুরি সুস্থবোধ করছেন। তখন বিলি সেই ভক্তের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়ে দেন। প্রচ- ভিড়ের মধ্যে বিলি ঠা-া মাথায় যেভাবে পরিস্থিতি সামলেছেন সেটা দারুণ বাবহা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৫ নভেম্বরে হওয়া অ্যাস্ট্রাওয়ার্ল্ড কনসার্টে ভিড়ের মধ্যে অনেক ভক্ত অসুস্থ হয়ে পড়লেও কনসার্ট বন্ধ করেননি স্কট। সে জন্যই হতাহতের সংখ্যা এত বেশি বলে মনে করা হয়। সূত্র : ইনডিপেনডেন্ট ইউকে
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব