অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সীমান্তবর্তী শহর রেনোসায় এ ঘটনা ঘটে।
একটি সীমান্ত সেতুর কাছে প্রথমে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় একদল অস্ত্রধারী। এতে নিহত হয় অন্তত ১৪ জন। এরপর পুলিশের পাল্টা গুলিতে চারজন নিহত হয়। এঘটনায জড়িত সন্দেহে একজনকে আটক ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
টেক্সাস শহরে লাগোয়া রেনোসার সীমান্তজুড়ে রয়েছে চোরকারবারি চক্রের আধিপত্য। এলাকার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই সংঘর্ষ হওয়ায় মেক্সিকোর অন্যতম সহিংসতা প্রবণ এলাকা হিসেবে পরিচিত রেনোসা।
আরও পড়ুন
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: সেদিন আসলে কী ঘটেছিল?
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭