অনলাইন ডেস্ক :
ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ পি’র দ্বিতীয় দিনে পদক জিতেছে বাংলাদেশ। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ উপহার দিয়েছেন নাফিসা তাবাসসুম। বৃহস্পতিবার এই ইভেন্টে নাফিসা পদক পেলেও আরেক নারী শুটার সাজিদা হক সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন। ফাইনাল পর্বে নাফিসা মোট ৩৭ স্কোর গড়ে ছিটকে যান সোনা জয়ের লড়াই থেকে। এই ইভেন্টে সোনা জিতেছেন রোমানিয়ার জর্জিটা-লরা। রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা। দিনের শুরুতে অবশ্য বাংলাদেশের দুই পুরুষ শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন। আর ৬২০.৩ স্কোর করে ষষ্ঠ হয়েছেন রাব্বি।
আরও পড়ুন
বিদ্রোহের মাঝেই ১২ নারী ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ
খুলনা হারলেই কেটে যাবে সমীকরণের সব জটিলতা
রংপুরের বিপক্ষে টস জিতে বোলিংয়ে চিটাগং