জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞায় শিশু ধর্ষণ চেষ্টাকারী আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দুপুরে পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহের মুন্সির ভাড়াটিয়া মোঃ মফিজ উদ্দিন (৬৫) কে আটক করে দাগনভূঞা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামে পার্শ্ববতী মহিন উদ্দিনের কলোনীতে বসবাসরত আত্মীয়ের ঘরে যায় এবং ঘরে কেউ না থাকার সুযোগে একটি ০৪ বছর বয়সী শিশু কণ্যাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশু কণ্যাটি অভিযুক্ত আবু তাহেরের হাতে কামড় দিয়া নিজেকে রক্ষা করে। এই বিষয়ে ও শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে মফিজকে আটক করে থানায় নিয়ে আসেন।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, অভিযুক্তকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২