চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান ওই যুবক।
সীতাকুণ্ড রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, সীতাকুণ্ড স্টেশন থেকে এক কিলোমিটার দূরে রেললাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রামগামী একটি ট্রেন থেকে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার