অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট ক্রমাগত বৃদ্ধির মধ্যে দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৮৪ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৮ লাখ দুই হাজার জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭৬ লাখ ৫২ হাজার ১৯৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ১৮ হাজার ৪৫১ জন।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৫৪৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ সাত হাজার ৯৮১ জন।
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৪ ঘণ্টায় মিললো সাড়ে ৮ কোটি টাকা
জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, কাউন্সিল ভবনে আগুন, নিহত ৩