January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 8:33 pm

বাগেরহাটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- অ্যাম্বুলেন্সের মালিক আল-মামুন (৩০), চালক মিলন খান (৩২) ও সহকারী শিমুল (৩০)।

অ্যাম্বুলেন্সের মালিক জানান, তারা তিনজনে মিলে শরণখোলার রায়েন্দা ফেরিঘাট এলাকার শ্বাসকষ্টের এক রোগীকে খুলনা নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়ি যান। এই সময় অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন সিলিন্ডার খুলে নেয়ার সময় হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে তারা তিন জন দগ্ধ হন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারত্মকভাবে দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

—-ইউএনবি