অনলাইন ডেস্ক :
করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বিভিন্ন দেশে। এর মধ্যে সবথেকে বেশি বিক্ষোভ চলছে কানাডা ও ফ্রান্সে। এ ছাড়া অনেক দেশে কানাডার বিক্ষোভকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ট্রাক চালকদের অবরোধ সরাতে মাঠে নেমেছে পুলিশ। কানাডার আদালত অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিলেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ট্রাক চালকেরা। এদিকে বিক্ষোভ দমনে অন্টারিওতে জারি রয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাফেলোতে কানাডার বিক্ষোভে সমর্থন জানিয়ে জড় হয় সমর্থনকারীরা। এর মাধ্যমে ষষ্ঠ দিনের মতো দুই দেশের মধ্যকার যাতায়াত বন্ধ করে দেয় বিক্ষোভকারী ও সমর্থনকারীরা। এদিকে অন্তত ৫শ গাড়িকে প্যারিসের প্রবেশমুখে আটকে দিয়েছে ফ্রান্সের পুলিশ। করোনার বিধি নিষেধের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে প্যারিস অভিমুখে যাত্রা করেছে শত শত ফরাসি। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্যারিস জুড়ে ৭ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায় বাধ্যতামূলক টিকা নেয়ার বিরুদ্ধে চলছে বিক্ষোভ। গত শনিবার দেশটির রাজধানী ক্যানবেরাতে অন্তত ১০ হাজার বিক্ষোভকারী এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়। বিক্ষোভ থেকে একজন বিক্ষোভকারীকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সামনে থেকে আটক করে পুলিশ। করোনার বিধিনিষেধের বিরুদ্ধে একইসাথে বিক্ষোভ চলেছে নিউজিল্যান্ডে। ইউরোপে চলা বিভিন্ন বিক্ষোভের অংশ হিসেবে প্রতিবাদ জানাতে হেগ শহরের রাস্তায় নামে নেদারল্যান্ডসের বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা ট্রাক্টর থেকে শুরু করে ১২টিরও বেশি ট্রাক ও অন্যান্য যানবাহন নিয়ে বিক্ষোভ জানিয়েছে। একইসাথে নেদারল্যান্ডসের নাগরিকরাও কানাডার ট্রাক চালকদের বিক্ষোভে সমর্থন জানায়।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫