ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুটি ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করে দুটি ছবি শেয়ার করেছে।
সোমবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঐতিহাসিক ছবিগুলো শেয়ার করেছে দূতাবাস।
দূতাবাস এক বার্তায় বলেছে, ‘আমরা আজ ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করতে আমাদের আনন্দ প্রকাশ করতে চাই।
ফ্রান্সে প্রধানমন্ত্রীর ‘অত্যন্ত সফল’সফরের কথা উল্লেখ করে দূতাবাস বলেছে, এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার অভিন্ন ইচ্ছা প্রকাশিত হয়েছে।
ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৯ নভেম্বর সরকারি সফরে ফ্রান্সে যান।
উচ্চ-পর্যায়ের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফ্রান্স প্রজাতন্ত্রের সরকার ও জনগণের মূল্যবান সমর্থনের কথা স্বীকার করে।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার