January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:23 pm

পর্নোগ্রাফির সঙ্গে দীপিকার ছবিকে তুলনা করলেন কঙ্গনা

অনলাইন ডেস্ক :

দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে কাজিয়া অনেকদিনের। বেশিরভাগ সময়ই মুখ খোলেন কঙ্গনাই। মওকা পেলেই ধুয়ে দেন দীপিকা পাড়ুকোনকে। তবে কিছুদিন আগে এর ব্যতিক্রমও হয়। নতুন রিয়ালিটি শো ‘লক আপ’-এর প্রচারে কঙ্গনাকে পেয়ে দীপিকার ছবি ‘গেরাইয়া’ সম্পর্কে তাঁর মন্তব্য জানতে চাওয়া হয়। কিন্তু সবাইকে সবাই করে তখন কিছু বলেননি। জানিয়ে দেন, অন্যের ছবির নিয়ে কথা বলতে আগ্রহী নন তিনি। অনেকেই ভেবেছিলেন দুই তারকার সম্পর্কের হয়তো উন্নতি হয়েছে। কিন্তু এক সপ্তাহ পার না হতেই ‘আসল’ চেহারায় হাজির কঙ্গনা। গত শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘গেহরাইয়া’।

ছবির রিভিউ করতে গিয়ে কার্যত দীপিকাকেই ধুয়ে দিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, ‘আমিও মিলেনিয়াল প্রজন্মের..কিন্তু দয়া করে মিলেনিয়াল / নিউ এজ / শহুরে ছবির কথা বলে এসব আবর্জনা বেচবেন না। ’ এখানেই শেষ নয়, দীপিকার ছবিতে পর্নোগ্রাফির সঙ্গে তুলনা করতেও ছাড়েননি ভারতের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী, ‘খারাপ ছবি খারাপ ছবিই…শরীর দেখা বা পর্নোগ্রাফিও এটাকে বাঁচাতে পারে না। এটা একটা মৌলিক ব্যাপার কোনো গেহরাইয়া [গভীরতা মেশানো] বিষয় নয়। ’ পোস্টে সরাসরি দীপিকা বা ছবির নাম উল্লেখ না করলেও তিনি যে লেখাটি দীপিকার উদ্দেশ্যেই লেখা বুঝতে কারো বাকি নেই। কঙ্গনা লেখায় কৌশলে ছবির নামও [গেহরাইয়া] ব্যবহার করেছেন। এর আগে কঙ্গনা ‘বিষন্নতার ব্যবসা’ চালান বলে অভিযোগ করেছিলেন কঙ্গনা। ‘গেহরাইয়া’ নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়ে অবশ্য মুখ খোলেননি দীপিকা। সূত্র : হিন্দুস্তান টাইমস