January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:24 pm

মা হচ্ছেন পুতুল

অনলাইন ডেস্ক :

নতুন বছরের প্রথম দিন বিয়ে করেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। দীর্ঘদিনের বন্ধু-সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী হয়েছেন জীবনসঙ্গী। আর বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনেই এই গায়িকা জানালেন, মা হচ্ছেন তিনি। তাদের ভালোবাসার সন্তান আসছে। পুতুল বাংলা ট্রিবিউন বলেন, ‘আশা করি, পুতুলপরিবারের নতুন অতিথি আসবে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষে। শারীরিকভাবে এখন বেশ ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ অন্যদিকে, ফেসবুকে এক পোস্টে এ গায়িকা লেখেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রুণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী।’ এই সংগীতশিল্পী জানালেন, দুজনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের জন্য। এখনও জানেন না, পুত্র নাকি কন্যাসন্তান আসছে তাদের ঘরে। তবে সেটা চমক আকারেই শেষ পর্যন্ত রাখতে চান তিনি। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সৈয়দ রেজা আলী ও পুতুল। রেজা অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত এবং তিনি মিউজিশিয়ান।