অনলাইন ডেস্ক :
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন- প্রেমে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নানা ধরনের ইঙ্গিত দিলেও মুখে কখনোই বলেননি প্রেমিক প্রসঙ্গে কোনও কথা। এমনকি তার সঙ্গে সেভাবে ছবিও পোস্ট করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে অফিশিয়ালি যেন ঘোষণাটা দিলেন তিনি, প্রেম করছেন। আর তা এই ভালোবাসা দিবসেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও (বুমেরাং) শেয়ার করেছেন ফারিয়া। সেখানেই খোঁজ মেলে প্রেমিকের। দেখা যায়, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে দুজন। একে-অপরকে জড়িয়ে ধরে আছেন ফারিয়া ও তার প্রেমিক। তবে ছবিটা পেছন থেকে নেওয়ায় প্রেমিকের চেহারাটা অপ্রকাশ্যই থেকে গেলো। এর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’ এক কোণে রয়েছে আরও একটি বাক্য। সেখানে লেখা, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ’। গত ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে প্রথম ইঙ্গিত দেন তিনি প্রেমে মজেছেন। কয়েকটি ছবির ক্যাপশনে অভিনেত্রী জানান, ছবিগুলো তার প্রেমিক তুলে দিয়েছেন। এবার সেটার আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দিলেন এই তারকা। উল্লেখ্য, শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। দুই বছরের মাথায় হয়েছে তাদের বিচ্ছেদ।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!