January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:30 pm

বাবার জন্য দোয়া চাইলেন তিশা

নিজস্ব প্রতিবেদক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। গত শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বাবা। সদ্য প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে পোস্ট করে তানজিন তিশা লেখেন, ‘আমার আব্বু জনাব আবুল কাশেম মুন্সি ১২ ফেব্রুয়ারি রোজ শনিবার ইন্তেকাল করেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।’ গত বছরের আগস্টে তিশার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন। সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন তিশার বাবা। এ যাত্রা আর বেঁচে ফিরতে পারলেন না তিনি। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।