অনলাইন ডেস্ক :
বলিউডে লেগেছে বিয়ের ধুম। একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে। সে পথেই এবার হাঁটলেন ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসে। দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন এই অভিনেতা। পিঙ্কভিলা বলছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে চুপিসারে বিয়ে সেরেছেন বিক্রান্ত। এদিন বিক্রান্ত এবং শীতল তাদের ভারসোভার বাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন। বিয়েতে উপস্থিত ছিল দুই পরিবার এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুরা। তবে নবদম্পতি এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের বিয়ের কথা জানাননি।
জানা গেছে, ২০১৫ সাল থেকে প্রেম করছেন বিক্রান্ত এবং শীতল। ২০১৯ সালে বাগদান পর্ব সেরেছিলেন তারা। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন তাদের বিয়ে করার তেমন তাড়া নেই। এরপর কেটে গেছে আড়াই বছর। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বালিকা বধূ’ দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু বিক্রান্তের। পরবর্তীতে তিনি ‘বাবা অ্যাইসা বর ঢুন্ডো’, ‘ধুম মাচাও ধুম’, ‘কুবুল হ্যায়’ এবং ‘ধরম বীরে’ এর মত নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। বলিউডে তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে লুটেরা, দিল ধাড়াকনে দো, লিপস্টিক আন্ডার মাই বুরকা, ছাপাক, হাসিন দিলরুবা’র মতো সিনেমা। তবে বিক্রান্ত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে অভিনয় করে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!