January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 16th, 2022, 7:35 pm

ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন বাপ্পি লাহিড়ী

অনলাইন ডেস্ক :

চব্বিশ ঘণ্টা পার হতে হতেই ফের নক্ষত্রপতন। গত মঙ্গলবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি দিলেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। কয়েক ঘণ্টার মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন আরেক বঙ্গসন্তান বাপ্পি লাহিড়ী। ডিস্কো মিউজিকে যিনি কাঁপন ধরিয়েছিলেন বলিউডের মঞ্চে। তবে গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ী জনপ্রিয় ছিলেন তার ফ্যাশনের জন্য। সোনার গয়না, রঙিন সানগ্লাসে ভিড়ের মধ্যেও আলাদা করা যেত এই প্রতিভাধর। ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। কিন্তু কেন বাপ্পি শরীরজুড়ে সোনা রাখতেন? সে প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই গায়ক। তার কাছে সোনা ছিল পয়া। বাপ্পি বলতেন, ‘গোল্ড ইজ মাই গড!’ জানিয়েছিলেন আমেরিকান রকস্টার এলভিস প্রিসলির থেকেই তিনি উৎসাহ পান এই ব্যাপারে। বাপ্পি বলেছিলেন, ‘হলিউডে বিখ্যাত গায়ক এলভিস প্রিসলি গলায় সোনার হার পরতেন। আর আমি ছিলাম তার বড় ভক্ত। আমি ভাবতাম, যদি কখনও সাফল্য পাই, তাহলে নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করবো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি সোনা দিয়ে তা করতে পেরেছি। অনেক লোকই ভাবেন আমি দেখনদারির জন্য সোনার গয়না পরি। কিন্তু তা সত্যি নয়। সোনার আমার জন্য খুব পয়া।’ একদম প্রথমদিকে সোনার গয়না পরতেই দেখা যেত তাকে। তবে পরবর্তী সময়ে নিজের গয়নার জন্য লুমিনেক্স ইনো নামের একটি ধাতু ব্যবহার করতেন। যা খুব মূল্যবান বিকল্প হিসেবে ধরা হত সোনার গয়না প্রস্তুতকারী ও বিনিয়োগকারীদের জন্য। বাপ্পি নিজেই জানিয়েছেন, লুমিনেক্স ইনো ধাতু তৈরি করা হত সোনা, প্ল্যাটিনাম আর রুপা দিয়ে। সূত্র: হিন্দুস্তান টাইমস