January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 7:38 pm

ব্রিটিশ অভিনেতার সঙ্গে প্রেম করছেন অ্যামি জ্যাকসন

অনলাইন ডেস্ক :

ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, ব্রিটিশ এক অভিনেতার সঙ্গে প্রেম করছেন অ্যামি জ্যাকসন। গলফ নিউজের খবরে বলা হয়েছে, ব্রিটিশ অভিনেতা অ্যাড ওয়েস্টউইক এর সঙ্গে গত দুই মাস ধরে প্রেম করছেন অ্যামি জ্যাকসন। সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ জুটির প্রথম পরিচয়। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। একটি সূত্র ব্রিটিশ এক সংবাদমাধ্যমে বলেনÑ‘এড ও অ্যামিকে দারুণ মানিয়েছে। তারা কাজ ও ব্যক্তিগত জীবন খুব উপভোগ করছেন।’ এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে অ্যাড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন। অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। অ্যামি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।