অনলাইন ডেস্ক :
রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ড্রেনের পানিতে মো. আবুল নামে নিখোঁজ কিশোরের লাশ ভেসে ওঠে। পরে এলাকাবাসী খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে।
এর আগে ২২ জুন সকালে খিলগাঁও তিলপাপাড়ার ড্রেনে পড়ে নিখোঁজ হয় মো. আবুল। এরপর তাকে উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে গতকাল তার সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন
মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ইন্টারনেট শাটডাউন চিরতরে নিষিদ্ধ করল সরকার