অনলাইন ডেস্ক :
ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে ক্রেমলিনের এমন ঘোষণাকে মিথ্যা দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এই অঞ্চল থেকে সেনা বাহিনী প্রত্যাহার করার ঘোষণা দিলেও ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে ৭ হাজার সেনা মোতায়েন করেছে ক্রেমলিন।
এদিকে, বুধবার ইউক্রেনীয়রা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঐক্য প্রদর্শনের মধ্য দিয়ে মস্কোর চাপকে অস্বীকার করেছে।
পশ্চিমাদের তথ্য অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের পূর্ব, উত্তর ও দক্ষিণে এক লাখ ৫০ হাজার সৈন্য মোতায়েন করেছে।
যদিও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন যে তিনি এই সঙ্কট থেকে একটি শান্তিপূর্ণ সমাধান চান।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতিক ক্ষেত্রে ‘প্রতিটি সুযোগ’ দিতে থাকবে। তবে তিনি মস্কোর উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার