অনলাইন ডেস্ক :
অষ্ট্রেলিয়ায় সিডনি বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনার তীব্র সংক্রামক ধরণ ডেল্টা যেন অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে কারণে অষ্ট্রেলিয়ান কর্তৃপক্ষ শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে।
সিডনির বন্ডি বিচ এলাকায় গত সপ্তাহে করোনার গুচছ সংক্রমণ শনাক্তের পর এ পর্যন্ত ৩০ জনেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকিয়ান নতুন এই পদক্ষেপের কথা ঘোষণা করেন, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার মধ্যে সিডনির বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ এবং সীমিত পরিসরে সামাজিক মেলামেশার কথা বলা হয়েছে।
কর্মকর্তারা এসব নিষেধাজ্ঞা মেনে চলতে সিডিনীবাসীর প্রতি আহহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্বে যে ক’টি দেশ সাফল্যের সঙ্গে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে অষ্ট্রেলিয়া তার একটি।
দেশটিতে ৩০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯১০ জন।
করোনার কারণে সিডনি বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা
সিডনি শহর: ফাইল ছবি

আরও পড়ুন
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা, ৭ গাড়ির সংঘর্ষে আহত ২০
ইংরেজি নববর্ষে আতশবাজি–উচ্চশব্দে গানে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ৩৮১ অভিযোগ
এনইআইআর চালু হলেও ৯০ দিনে বন্ধ হবে না অবৈধ হ্যান্ডসেট: ফয়েজ তৈয়্যব