কুমিল্লার দাউকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৫) দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এবং শেরপুর জেলা সদরের এতাবিয়া গ্রামের কাজিম উদ্দীনের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ডিউটি অফিসার আবদুস ছোবহান জানান, ‘আমরা যখনই খবর পাই যে একজন দায়িত্বরত পুলিশ সদস্য রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তখনই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।’
হাসপাতালে পৌঁছানো মাত্র চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে আরও একদল বাংলাদেশি
উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা-কামালের নির্দেশেই জুলাই-আগস্ট গণহত্যা: আইজিপি মামুন