অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের আলোচিত নায়িকা মৌ খান। এরইমধ্যে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। মৌ জানান, এ ছবির নাম ‘জ¦লছি আমি’। শাপলা মিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করছেন রাজু চৌধুরী। সিনেমাটিতে মৌকে দেখা যাবে দুই নায়কের বিপরীতে। নায়ক দুজন হলেন দেশ ও শাকিল। মৌ বলেন, ‘অনেকদিন পর একটি নতুন ছবির কাজ শুরু করলাম। এর গল্পটি বেশ ইউনিক। আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। কাজ করে আনন্দ পাচ্ছি। আশা করছি একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো সবাইকে।’ মৌ জানান, সাভারে অভিনেতা ডিপজলের বাড়িতে চলছে এই সিনেমার শুটিং।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!