ময়মনসিংহের ভালুকায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার হবিরবাড়ী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই এলাকার কৃষক সুমন মিয়ার মেয়ে খাদিজা (৫), রাজিয়া (২) ও ছেলে রায়হান (৩)।
ভালুকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে হবিরবাড়ী এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তিনজন শিশু মারা যায়।
এ সময় তিন ভাই-বোন ঘুমন্ত অবস্থায় ছিলো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তিন শিশুর লাশ উদ্ধার করে।
–ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন