আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতে গেছেন।
সোমবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইটে করে নয়াদিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
–ইউএনবি

আরও পড়ুন
তারেক রহমানের ‘লিডার আসছে’ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে রাজধানী
ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন
রুমিন ফারহানার সংসদীয় আসন বিএনপি দিয়ে দিল জমিয়তে উলামায়েকে