January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 22nd, 2022, 7:36 pm

মুক্তির অপেক্ষায় ‘তুলসিদাস জুনিয়র’

অনলাইন ডেস্ক :

বলিউডে ‘সানজু বাবা’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। মুক্তির অপেক্ষায় তার অভিনীত সিনেমা ‘তুলসিদাস জুনিয়র’। এতে আরও অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা রাজ কাপুরের ছেলে রাজীব কাপুর। তবে সিনেমাটি মুক্তির আগেই রাজীব কাপুর গত বছর মারা যান। তাই সিনেমাটি নিয়ে বলিউডপাড়ার বিশেষ আগ্রহ লক্ষ করা গেছে। জানা গেল, সিনেমাটি মুক্তি পাবে ৪ মার্চ। এতে শিশু অভিনেতা বরুণ বুদ্ধদেব প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন ও পরিচালনা করেছেন মৃদুল এবং প্রযোজনা করেছেন আশুতোষ গোয়ারিকর এবং ভূষণ কুমার। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, শুক্রবার ১৮ ফেব্রুয়ারি নির্মাতারা সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন। তবে বক্স অফিসে অমিতাভ বচ্চনের ছবি ‘ঝুন্ডের’ সঙ্গে এই সিনেমাটির সংঘর্ষ হতে পারে। এটিও মুক্তি পাবে একইদিনে। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজীবের পরিবারের সদস্যদের জন্য সিনেমাটির নির্মাতারা একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। সেখানে রণবীর কাপুর, নীতু কাপুর, রণধীর কাপুর, আদার জৈন, আরমান জৈন, রিমা জৈন এবং অন্যান্যরা ছবিটি দেখতে উপস্থিত ছিলেন।