অনলাইন ডেস্ক :
লম্বা চুল, মুখভর্তি কাঁচা-পাকা দাড়ি। পরনে কালো রঙের টাক্সিডো। হাতে শোভা পাচ্ছে ঘড়ি। এমন লুকে হাজির হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। শাহরুখের এই ছবি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় তুলকালাম। কিন্তু ছবিটির পেছনের রহস্য কী জানেন? পাঁচ বছর আগের কথা। ২০১৭ সালে ডাব্বু রত্নানির একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন শাহরুখ। সেই বিজ্ঞাপনের লুককেই ফটোশপ করে নতুন এই ছবিটি তৈরি করা হয়েছে। বলিউড বাদশার কোনো এক অনুরাগী কাজটি করেছেন। সোশ্যাল মিডিয়ার কারণে ছবিটি হু হু করে ভাইরাল হয়েছে। এদিকে ডাব্বু রত্নানি নিজেও এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। টুইট করে তিনি লেখেন, ‘নকলের তুলনায় আসল সব সময় অনেক বেশি মূল্যবান।’ তবে ছবি আসল হোক কিংবা নকল। শাহরুখকে যেকোনো লুকেই দেখতে ভালোবাসেন অনুরাগীরা, তারই প্রমাণ এই ভুয়া ছবির জনপ্রিয়তা।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!