অনলাইন ডেস্ক :
আগের দিন জিতেছিলেন ভোর ৪টা ৫৫ মিনিট পর্যন্ত চলা ম্যাচ। ঘুম হয়নি পর্যাপ্ত। এর পরদিনই রুদ্ররূপে আলেকজান্দার জভেরেভ! মেক্সিকান ওপেনের দ্বৈতে হারের পর টেনিস র্যাংকিংয়ের তিন নম্বরে থাকা এই জার্মান হারালেন মেজাজও। ম্যাচ শেষে আম্পায়ারের চেয়ারে আঘাত করলেন র্যাকেট দিয়ে। তাও একবার নয়, তিন-তিনবার! আম্পায়ারের পা থেকে র্যাকেটের দূরত্ব ছিল মাত্র তিন ইঞ্চি। তৃতীয় সেটে টাইব্রেক চলার সময় একটা পয়েন্ট নিয়ে আপত্তি তুলেছিলেন অলিম্পিকে সোনাজয়ী এই জার্মান। রেফারি একমত হননি। সেই ক্ষোভটা ঝেড়েছেন ম্যাচ শেষে। এর খেসারতও দিতে হয়েছে তাঁকে। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জভেরেভকে নিষিদ্ধ করা হয়েছে মেক্সিকান ওপেন থেকে। এককে তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ওয়াকওভার। এমন আচরণে মোটা অঙ্কের জরিমানা করতে পারে এটিপিও।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর