January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 24th, 2022, 7:11 pm

রুকাইয়া চমকের ‘ভাই বিয়ে করবে’

অনলাইন ডেস্ক :

নতুন একটি একক নাটকে অভিনয় করেছেন রুকাইয়া চমক। এ নাটকের তার বিপরীতে আছেন সজল। নাটকের নাম ‘ভাই বিয়ে করবে’। ‘ভাই বিয়ে করবে’ নাটকের গল্প লিখেছেন ইন্দ্রজিৎ মন্ডল। পরিচালনা করেছেন সাঈদ ম-ল। নাটকে বিরাজ চরিত্রে অভিনয় করেছেন সজল। চমককে দেখা যাবে পিংকি চরিত্রে। গল্পে দেখা যাবে, বিরাজ কাগজের ফুলের মালা গলায় দিয়ে নির্বাচনের বিজয়ী প্রার্থীর মতো হাত দেখিয়ে হেঁটে যাচ্ছে। তার পাশে হ্যান্ড মাইকে মাইকিং করতে করতে হেঁটে যাচ্ছে রতন। মাইকিং করে রতন জানায় বিরাজ মাসেই বিয়ে করবে। যারা বিরাজ ভাইকে বিয়ে করতে চায় তারা যেন অতি শিগগিরই বিরাজ ভাইয়ের মোবাইল নম্বরে যোগাযোগ করে। এ মাসের জন্য বিশেষ অফার বিয়েতে বিরাজ ভাই কোনো রকম যৌতুক নেবে না। এমন সময় বিরাজ ভাইয়ের ক্রাশ পিংকির সঙ্গে তাদের দেখা। পিংকিকে দেখে বিরাজ রতনকে জোরে জোরে মাইকিং করতে ইশারা দেয়। পিংকি রতনকে থামায়। বিরাজ ভাইয়ের হাত ধরে টেনে গাছের আড়ালে নিয়ে জিজ্ঞেস করে- এ সবের মানে কী? বিরাজ ভাই জানায় পিংকি যেহেতু তার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায় না, বিয়ে করতে চায় না, তাই সে দেখিয়ে দিতে চায় পিংকি ছাড়াও আরও অনেক মেয়ে আছে যে তাকে বিয়ে করতে চায়। এ কথা শুনে রাগ করে চলে যায় পিংকি। এগিয়ে যায় গল্প। শুক্রবার রাত ৮টায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা।