Thursday, June 24th, 2021, 3:18 pm

করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা ৪০ জেলা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশে করোনা পরিস্থিতি নাজুক হয়ে পড়ছে দিন দিন। বেড়েই চলছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশেষ করে বুধবার গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ৮৫ জন এবং নতুন শনাক্ত ছিল ৫ হাজার ৭২৭ জন। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ।

প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে দেশের ৪০টি জেলায়। এসব জেলাকে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা জেলা হিসেবেও চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ১৫টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। সংক্রমণের মধ্যম ঝুঁকিতে আছে ৮টি জেলা।