অনলাইন ডেস্ক :
আগে বিজ্ঞাপনচিত্র ও নাটকের গান করেছেন আতিকা ইয়ামিন। এবার নিজের প্রথম একক গান নিয়ে এলেন সম্ভাবনাময়ী এই গায়িকা। নিয়ে এলেন গানচিত্র ‘এক পশলা বৃষ্টি’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথাও লিখেছেন আতিকা, সুর করেছেন সোহাগ চক্রবর্তী। নিজের প্রথম একক গানচিত্র প্রকাশের জন্য আতিকা বেছে নিলেন ম্যাজিক্যাল এই দিনটিকেÑ২২.২.২২। এক অনুষ্ঠানের মাধ্যমে সেদিন গানচিত্রটির মোড়ক উন্মোচন করা হয়। ‘এক পশলা বৃষ্টি’র প্রকাশনা অনুষ্ঠানে গায়িকার সঙ্গে অতিথি আবদুন নূর তুষার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ও সুরকার ফোয়াদ নাসের বাবু ও টিভি ব্যক্তিত্ব আবদুন নূর তুষারসহ অনেকেই। গানচিত্রটি নির্মাণ করেছেন পৃথ্বীজিত সাহা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গানটি প্রকাশ করা হবে শিল্পীর ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!