অনলাইন ডেস্ক :
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। ‘তারে ছাড়া দুনিয়া আঁধার/ হলোনা সে তবু আমার- বুঝিনি ঠিক অথবা ভুল/ দিয়েছি চাঁদের খোঁপায় ফুল- পাগল বানাইয়া বন্ধু আমারে/ কেন ভালোবাসা দিলা অন্য জনারে’ এমন কথার গানটি লিখিছেন সোমেশ্বর অলি। সুর করেছেন বেলাল খান নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন শোভন রয়। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন জাহিদ হোসাইন ও টুইঙ্ক ক্যারল। গাজীপুরের ছুটি রিসোর্ট ও তার আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানের ভিডিও। এটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ হৃদয়। আশা ব্যক্ত করে বেলাল খান বলেন, ‘বরাবরের মতো শ্রোতারা আমাকে যেমন পান, তেমনি একটা মেলোডি গান এটি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’ গানের মডেল জাহিদ হোসাইন বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই বেলাল খানের বড় ভক্ত; আমি নিজেও তার ভক্ত। এই গানটি করার ক্ষেত্রে আমার অন্যরকম ভালোলাগা কাজ করেছে। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না।’ আজ শনিবার বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!