January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 26th, 2022, 12:36 pm

ইউক্রেন সংকট: সহিংসতায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ কারণে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে এক লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইতিমধ্যে জোরপূর্বক গণবাস্তুচ্যুতিও শুরু হয়েছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, ‘এক লাখের মতো মানুষ গৃহ হারা ও দেশটির ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা ধারণা করছি। এ অঞ্চলে আরও কয়েক হাজার মানুষ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছেন এই বিষয়েও আমরা জ্ঞাত আছি। আর এটা আমরা লক্ষ করছি এই পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে।’
তিনি বলেন, ‘গতকাল আমরা দেখেছি মোল্দোভায় পাঁচ হাজার শরণার্থীর আগমন ঘটেছে। এছাড়া অন্যরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও রাশিয়ার দিকে যাচ্ছে।’
বেসামরিক নাগরিক হত্যা
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দুদিনে শতাধিক বেসমারিক নাগরিক নিহতের কথা জানিয়েছে ইউএন রাইটস অফিস ওএইচসিএইচআর।
ওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ‘আমরা কমপক্ষে ১২৭ জন বেসামরিক নাগরিকের হতাহতের খবর পেয়েছি। তাদের মধ্যে ইউক্রেনে ২৫ জন নিহত এবং ১০২ জন আহত হয়েছেন।’