অনলাইন ডেস্ক :
বিশ্বের অন্যতম প্রধান আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বাদ দিতে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো।
শনিবার পশ্চিমা নেতার এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন।
এতে বলা হয়, ‘রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা এবং সম্মিলিতভাবে নিশ্চিত করা যে এই যুদ্ধটি পুতিনের জন্য একটি কৌশলগত ব্যর্থতা।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ‘ইউক্রেনকে ধ্বংস করার লক্ষ্যে পুতিন একটি পথে যাত্রা করেছেন, কিন্তু তিনি যা করছেন তা আসলে তার নিজের দেশের ভবিষ্যতকে ধ্বংস করছেন।’
গত সপ্তাহের শেষের দিকে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য মিত্ররা দেশটির ওপর নিষেধাজ্ঞা ক্রমাগতভাবে বাড়িয়েছে।
মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা কীভাবে সর্বশেষ ব্যবস্থাগুলো বাস্তবায়ন করবেন সে বিষয়ে কাজ করছেন।
এই নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন হলে রাশিয়ান অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পণ্য আমদানি ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ হয়ে যাবে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস