অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রুশ সেনা ঢুকার পঞ্চম দিনে দু’দেশের প্রতিনিধি দল যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার চায়।
এদিকে রুশ আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, মস্কোও দু’পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট একটি চুক্তি করতে চায়।
এ আলোচনা শুরু হওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সৈন্যদের অস্ত্র জমা দেয়ার আহ্বান জানান।
এছাড়া তিনি অবিলম্বে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেয়ার জন্য জোটটির প্রতি আহ্বান জানান।
এর আগে বিবিসি ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য দেশটির প্রতিনিধি দল ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।
তাদের প্রধান আলোচ্য বিষয় থাকবে- যুদ্ধবিরতি ও ইউক্রেন ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার।
আরও পড়ুন
সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
জান্নাতে বাবা-মায়ের সাথে সন্তানরা যেভাবে মিলিত হবে
কিশমিশ-মনাক্কায় যত উপকার