চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড । ঘোষণা অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট শুরু হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, নিবন্ধিত শিক্ষার্থীরা ১৩ এপ্রিল থেকে এসএসসি-২০২২ পরীক্ষার জন্য এবং ৮ জুন থেকে এইচএসসি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবে।
এ বছর পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।
এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে এবং এইচএসসির জন্য সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষায় দুই ঘণ্টা করে সময় পাবেন। শিক্ষার্থীরা এমসিকিইউ উত্তরের জন্য ২০ মিনিট এবং সিকিউ উত্তরের জন্য এক ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে।
সিলেবাস, বিষয় ও বিস্তারিত নম্বর বরাদ্দ জানতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা যথাক্রমে dhakaeducationboard.portal.gov.bd/SSC এবং dhakaeducationboard.portal.gov.bd/HSC এই লিঙ্কগুলিতে যেতে পারেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন