যশোরের শার্শায় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার উলাশি বাজার এলাকা থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক ভুয়া নারী ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী সুরাইয়া আক্তার মিষ্টি (২০) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল জানান, সুরাইয়া বাজারে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান পরিদর্শন শুরু করেন। তার আচরণ ও কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে স্থানীয় থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরাইয়াকে আটক করে। তার কাছ থেকে একটি ডায়েরি, একটি নোটবুক ও একটি এনজিওর দেয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আজ বুধবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে