Thursday, March 3rd, 2022, 1:35 pm

রামপুরায় গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ৫

ফাইল ছবি

রাজধানীর রামপুরা এলাকায় বুধবার দিবাগত রাতে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।

পাঁচজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বুধবার দিবাগত রাত ১টা ৪৩ মিনিটে রামপুরা এলাকার বউবাজার মসজিদের কাছে গোডাউনে আগুন লাগে।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।

—ইউএনবি