অনলাইন ডেস্ক :
ভারতে যৌন হয়রানির শিকার নারীদের পুনর্বাসনে কাজ করে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এমন দুই এনজিওর সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। তাঁর নতুন উদ্যোগের কথা জানিয়ে সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘আমি গর্ব নিয়ে ঘোষণা দিতে চাই, যৌন হয়রানির শিকার হওয়া নারীদের পুনর্বাসনে কাজ করছে এমন দুটি এনজিওর সঙ্গে আমি কাজ শুরু করেছি। এই ধরনের ইস্যু নিয়ে অনেক কাজের সুযোগ আছে। কারণ এমন ঘটনা [যৌন হেনস্তা] ঘটছে এবং এটা নিয়ে অনেক কাজ করার আছে। এই এনজিওগুলো মাত্র কাজ শুরু করেছে। নিকট ভবিষ্যতে ওদের কাজে আরো সাহায্য করার ইচ্ছে আছে যাতে জীবনে চলার পথে নারীরা আরো সহায়তা পায়। ’ ইয়ামির নতুন ছবি ‘আ থার্সডে’ মুক্তি পেয়েছে গেল মাসেই। ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছেন ইয়ামি। এ বছর আরো গোটাপাঁচেক ছবি মুক্তি পাওয়ার কথা অভিনেত্রীর। এর মধ্যে আছে অভিষেক বচ্চন ও নিমরাত কৌরের সঙ্গে ‘দশভি’, অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘লস্ট’, অক্ষয় কুমারের সঙ্গে ‘ও মাই গড ২’ ইত্যাদি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!