January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 7:35 pm

‘ঝুন্ড’ অমিতাভের ক্যারিয়ারসেরা সিনেমা: আমির খান

অনলাইন ডেস্ক :

অমিতাভ বচ্চন অভিনীত স্পোর্টস ড্রামা ছবি ‘ঝুন্ড’ শুক্রবার মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তার আগে মুম্বাইয়ে আয়োজন করা হয় ছবির বিশেষ প্রদর্শনীর। ছবি দেখে আপ্লুত আমির খান। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাঁদতে দেখা যায় অভিনেতাকে। অশ্রুসজল চোখে আমির বলেন, ‘ও মাই গড! অসাধারণ ছবি। এই ছবি দেখে মনে হয়েছে গেল ২০-৩০ বছরে আমরা যা কাজ করেছি তিনি সেই ধারা ভেঙে দিয়েছেন। এটা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। ’ ছবিতে শিশুশিল্পীদের অভিনয়েরও প্রশংসা করেন তিনি। শুধু তাই নয়, প্রদর্শনী শেষে আমির দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশনও দেন ছবিটিকে, প্রদর্শনীতে উপস্থিত ছবির কলাকুশলীদের জড়িয়ে ধরেন। আমির ছাড়াও তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ রাও হাজির ছিলেন বিশেষ প্রদর্শনীতে। বস্তির শিশুদের নিয়ে এক সমাজকর্মীর ফুটবল টিম তৈরির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন নাগরাজ মানজুলে। সূত্র : হিন্দুস্তান টাইমস।