অনলাইন ডেস্ক :
হারের বৃত্তে ঘুরপাক খাওয়া রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি অবশেষে পেল কাঙিক্ষত জয়ের দেখা। ফিলিপ আজাহ ও এনামুল ইসলামের নৈপুণ্যে উত্তর বারিধারাকে সহজেই হারাল পুরান ঢাকার দলটি। সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে রহমতগঞ্জ। ঘানার ফরোয়ার্ড আজাহ দুটি ও এনামুল একটি গোল করেন। উত্তর বারিধারার একমাত্র গোলদাতা উজবেকিস্তানের ফরোয়ার্ড ইভজেন্তি কোচনেভ। ছয় ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানি থেকে নবম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে উত্তর বারিধারা। এদিকে, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ব্যবধান গড়ে দেওয়া গোলটি ৪৪তম মিনিটে করেন আদিল কুসকুস। ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে পুলিশ এফসি। পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তলানিতে। লিগের ষষ্ঠ রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল