Thursday, March 3rd, 2022, 8:58 pm

পরীমণির মামলায় নাসির-অমির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমণির করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় অভিযোগ বিষয়ে শুনানির তারিখ আগামী ১৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এ তারিখ ঠিক করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সহিদ হোসেন ঢালী বলেন, ‘গত ১৩ ডিসেম্বর এ মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। শহিদুল আলম পলাতক থাকায় আদালত ওইদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩ মার্চ ধার্য করেন আদালত। কিন্তু শহিদুল আলম ধার্য তারিখের আগেই আত্মসমর্পণ করে জামিন পান।

এদিন তিন আসামিই আদালতে হাজিরা দেন।

এরপর আদালত অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন।

নথিপত্র সূত্রে জানা যায়, এর আগে গত বছর ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

উল্লেখ্য গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি।

—-ইউএনবি