কক্সবাজারে চেপতামুরা বনাঞ্চলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পেকুয়া উপজেলার গহীন পাহাড়ে একটি অবৈধ অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু উপজেলার টইটং ইউনিয়নের দক্ষিণ গুদিকাটা এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, টইটং ইউনিয়নের চেপতামুরা বনাঞ্চলে অভিযান পরিচালনা করে প্রথমে দেলুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কারখানার অবস্থান জানালে সেখানেও অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানে একটি লংশোর্টার ওয়ান বেরেলগান, দুটি থ্রিকোয়াটার, দুটি ওয়ানশোর্টার ছোট পিস্তল, অস্ত্রের বাটসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে অভিযানের সময় দেলুর এক সহযোগী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
দেলু হত্যা, ডাকাতি ও জমি দখলের অন্তত সাতটি মামলার পলাতক আসামি ছিল।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন