January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 5th, 2022, 8:09 pm

রাজশাহীতে সড়কের পাশ থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

রাজশাহীতে সড়কের পাশ থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের গোদাগাড়ী উপজেলার ভুতপুকুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নূর ইসলাম (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ভুতপুকুর এলাকায় সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে গোদাগাড়ী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

তিনি জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ এসআই নূর ইসলাম গাছের সঙ্গে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।

—ইউএনবি