January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 5th, 2022, 8:14 pm

হাতীবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টাধাওয়া, আহত ৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা-ধাওয়ায় দু’পক্ষের কমপক্ষে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের মতো হাতীবান্ধায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি শুরুতেই পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা মেডিকেল মোড়ে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও একই মোড়ে মিছিল নিয়ে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে দু’পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে আছে।’

—ইউএনবি