চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হযরত শেখ অছিয়র রহমান ফারুকী (রহ.) এতিমখানা ও হেফজখানায় এ ঘটনা ঘটে।
নিহত ইফতেখার মালিকুল মাশফিক (৭) একই উপজেলার ফকিরাখালীর আব্দুল মালেকের ছেলে।
এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মাদসারা ঘিরে রেখেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, সকালে মাদরাসায় এক ছাত্রের গলাকাটা লাশের খবর পেয়ে পুলিশের জ্যৈষ্ঠ কর্মকর্তারা সেখানে গেছেন। শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত
ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষের ঘটনায় ৯০০ জনের বিরুদ্ধে মামলা