চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হযরত শেখ অছিয়র রহমান ফারুকী (রহ.) এতিমখানা ও হেফজখানায় এ ঘটনা ঘটে।
নিহত ইফতেখার মালিকুল মাশফিক (৭) একই উপজেলার ফকিরাখালীর আব্দুল মালেকের ছেলে।
এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মাদসারা ঘিরে রেখেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, সকালে মাদরাসায় এক ছাত্রের গলাকাটা লাশের খবর পেয়ে পুলিশের জ্যৈষ্ঠ কর্মকর্তারা সেখানে গেছেন। শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন