অনলাইন ডেস্ক :
রাশিয়ার ওপর পশ্চিমা দেশের নিষেধাজ্ঞাকে ‘যুদ্ধ ঘোষণার’ শামিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার রাশিয়ান এয়ারলাইন এয়ারোফ্লটের এয়ারহোস্টদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘এই যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হচ্ছে, তা যুদ্ধ ঘোষণার শামিল, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এখনও সে পর্যায়ে আসিনি।’
এদিকে, ইউক্রেনের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেয়ার লক্ষ্যে রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজী হওয়ার কয়েক ঘণ্টা পর শহরটিতে বোমা বর্ষণের খবর পাওয়া গেছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের দশম দিনে দেশটির সৈন্যরা কয়েকটি শহর ঘিরে রেখেছে এবং হামলা জোরদার করেছে। যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রায় ১৪ লাখ মানুষ প্রতিবেশি দেশে পালিয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে রাশিয়ান বাহিনী মারিউপোলে গোলাবর্ষণ জোরদার করেছে। এসময় কিয়েভের উত্তরে অবস্থিত শহর চেরনিহিভের আবাসিক এলাকায় শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে।
ইউক্রেনীয় প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, সোমবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে বৈঠকটি কোথায় হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন